PANDESWAR-ANDAL

অন্ডালের গ্রামে আবারও ধস,  আতঙ্কিত মানুষদের পুনর্বাসনের দাবি

বেঙ্গল মিরর,  অন্ডাল, চরণ মুখার্জী ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের জামবাদ গ্রামে রবিবার সকালে আবারও ধসের ঘটনা ঘটলো। এরফলে গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ইসিএলের বিরুদ্ধে এই ধসের ঘটনা নিয়ে ক্ষোভ জানানোর পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এদিন সকালে ধসের ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন বহুলা গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণা ভুঁইয়া। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন।
পরে পঞ্চায়েত সদস্য বলেন, এমন ঘটনা এই এলাকায় বারবার ঘটছে। যে কারণে এখানকার মানুষের খুবই আতঙ্কিত। তারা পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ইসিএল বা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।  আর তাই আতঙ্কের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষেরা ।

তিনি আরো বলেন, এদিন সকালেই দুই জায়গায় ধসের ঘটনা ঘটে। তাতে বিশালাকার গর্ত তৈরি হয়। চার বছর আগে একই ঘটনায় এক মহিলা মাটির নিচে চাপা পড়েছিলেন।  এ ছাড়া অন্যান্য জায়গাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু ইসিএলের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে না।  এখানকার মানুষদের পুনর্বাসনের জন্য কোনো অর্থবহ পদক্ষেপও নেওয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, জামবাদ ওসিপি চালু হওয়ার সময় প্রথম দফায় কিছু এলাকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় জামবাদ মোড় এলাকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আজ প্রায় ২৫ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই এলাকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হয় নি। তিনি স্পষ্ট করে বলেন, যত দ্রুত সম্ভব এখানকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা যদি না করা হয় ও এখানকার মানুষেরা এই সমস্যা থেকে মুক্তি না পান, তাহলে আগামী দিনে  ব্যাপক প্রতিবাদ আন্দোলন করা হবে।
তবে, এদিনের ধস ও গ্রাম পঞ্চায়েত সদস্যর অভিযোগ নিয়ে ইসিএলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *