সেইল রামনগর কোলিয়ারীর নোটিশ ঘিরে আতঙ্কের পরিবেশে গ্রামবাসীরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- কুলটি সেল কারখানার অধীন রামনগর কলিয়ারী কর্তৃপক্ষের তরফে কুলটির রামনগর গ্রাম জুড়ে দুটি নোটিসকে ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে গ্রামে। যেহেতু এই নোটিশটি না কোলিয়ারি না সেল কারখানার লেটার পেডে না লিখে একটি সাদা কাগজে নোটিস লিখে পুরোপাড়া শুদ্ধ এলাকায় সাটিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। নোটিসে উল্লেখ করা হয়েছে যে এলাকায় একটি প্রজেক্ট তৈরি করা হবে তার জন্য সার্ভে করা হচ্ছে গ্রামের প্রত্যেকটি বাড়িতে।




এর ফলে এলাকাবাসীদের অভিযোগ রামনগর কোলিয়ারির কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে তারা স্পষ্ট জানাতে ইচ্ছুক নয়। তবে কিসের নোটিশ কিসের প্রজেক্ট এবং কোনখানে প্রজেক্ট করা হবে সে বিষয়েও কোলিয়ারি কর্তৃপক্ষ কিছু জানাতে চাইছে না ফলে ধোঁয়াশার সাথে সাথে আতঙ্কের পরিবেশে রয়েছে রামনগর কোলিয়ারি সংলগ্ন রামনগর গ্রামের বাসিন্দারা। এ বিষয়ে আজ সকাল 11 টায় গ্রামবাসীরা কি বললেন শুনে নেওয়া যাক