জল বন্ধ, প্রতিবাদে রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : দশ দিন ধরে জল নেই কলে । অবিলম্বে জল সরবরাহের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের । পঞ্চায়েত সদস্যের আশ্বাসে ওঠে অবরোধ । বৃহস্পতিবার খানরা পঞ্চায়েত এলাকার ঘটনা ।খান্দরা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গালপাড়া এলাকায় প্রায় একশটি পরিবারের বসবাস । জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কলের মাধ্যমে এখানে পানীয় জল আসে । পানের জন্য সেই জলই ভরসা বাসিন্দাদের । কিন্তু গত ১০ দিন ধরে এলাকার কল রয়েছে জলশূন্য । দশ দিন ধরে কলে জল আসা বন্ধ রয়েছে বলে জানান বাসিন্দারা । কি কারনে জল পড়া বন্ধ রয়েছে সেই বিষয়টি জানা নেই কারো । দ্রুত জল সরবরাহের দাবিতে বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ উখরা থেকে অন্ডাল যাওয়ার মূল রাস্তার খান্দরা বাস স্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ দেখায় ডাঙ্গাল পাড়ার বাসিন্দাদের একাংশ । অবরোধের জেরে তৈরি হয় যানজট । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ ।
ডাঙ্গালপাড়ার গৃহবধূ লতা বাউরি বলেন দশ দিন ধরে কলে জল আসছে না । কি কারনে জল আসা বন্ধ রয়েছে বিষয়টিও জানা নেই কারো । বাধ্য হয়ে বাসিন্দাদের পানীয় জল সংগ্রহ করতে দৌড়াতে হচ্ছে অন্য এলাকায় । স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভাশিস সিনহা বলেন পাইপলাইনে বিভ্রাটের কারনে জল আসা বন্ধ রয়েছে ওই এলাকাতে । বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের জানানো হয়েছে । আগামীকাল থেকেই কলেজ জল পড়বে বলে আশ্বাস দেন তিনি । মূলত তার আশ্বাসেই প্রায় ঘন্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করে নেই ডাঙ্গাল পাড়ার বাসিন্দারা ।