ASANSOLRANIGANJ-JAMURIA

কয়লা উত্তোলনের জন্য জমি অধিগ্রহণ এর আগে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভে বাসিন্দারা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : কয়লা খনির কয়লা উত্তোলনের জন্য জমি অধিগ্রহণ এর আগেভাগে এবার দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভে শামিল হল চেলোদ গ্রামের বাসিন্দারা। সোমবার থেকেই রয়েছে জমির অধিক গ্রহণের কর্মসূচি আর তার আগেই শনিবার রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোল্ড লিমিটেডের সাতগ্রাম শ্রীপুর এরিয়ার কোয়ারডি কোলিয়ারী সম্প্রসারণের দায়িত্ব পাওয়া কয়লা উত্তোলনকারী বেসরকারি সংস্থা রেশমি গ্রুপকে একটি দাবি পত্র তুলে দিল চেলদ গ্রামের বাসিন্দারা। তারা এদিন দাবি করে এলাকার চাষযোগ্য জমি, পুকুর সহ বিভিন্ন অংশের জমি অধিগ্রহণ করে তারপর এই অংশে কয়লা উত্তোলন করতে পারবে সরকারি সংস্থা। আর তার সাথেই কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক সঠিক ক্ষতিপূরণ প্রদান করে ও পোষ্যকে চাকরি দেওয়ার শর্ত মানলে, তারপরই ইসিএল কর্তৃপক্ষকে কয়লা উত্তোলন করতে দেওয়া হবে, ওই অংশে বলেই দাবি করেন বিক্ষোভকারীরা।

শনিবার তারা এই বিষয়ের প্রেক্ষিতে এক মিছিল সহযোগে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে নিয়ে ওই বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার দপ্তরের কাছে পৌঁছে বিক্ষোভ দেখান। যদিও এ বিষয়ে ওই বেসরকারি সংস্থা সদস্যরা তাদের বক্তব্যে দাবি করেন তারা কোন বিষয়েই কিছুই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না, সমস্ত বিষয়টি ইসিএল এর কয়লা খনি কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত, তাই এই সকল বিষয়গুলি তারা কয়লা খনির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন পরিতোষ মাজি, অমিত গড়াই, সমাপ্তি পাঞ্জা, বুধন কেসরী, পরেশ মন্ডল ও সায়ন্তন মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *