RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বালাজি কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ২

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ :রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক এ জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেড নামক এক বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় শনিবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ দুই কর্মী কর্মরত অবস্থায় এক পাইপ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। জানা গেছে মৃত দুই শ্রমিক একজন ঠিকা কর্মী বছর কুড়ির দেবজ্যোতি সরকার বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের বাসিন্দা ও অপরজন বিহারের সারান জেলার বছর পঞ্চাশের রাকেশ সিং বলে জানা গেছে।

ওই অংশের কর্মীরা জানান গত কয়েকদিন প্রবল বৃষ্টির পর কারখানার তিন নাম্বার ইউনিটে পাইপ সরানোর কাজ করছিল ঠিকা কর্মী কর্মী দেবজ্যোতি সরকার সে সেসময় বিদ্যুতবাহি তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে বিষয়টি সিনিয়র সুপারভাইজার রাকেশ সিং লক্ষ্য করে তাকে সরাতে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। এ বিষয়টি অন্য সকল কর্মীরা লক্ষ্য করে কর্তৃপক্ষকে খবর দিলে, কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার খবর পাওয়ার পর পরই মৃতের পরিবার-পরিজন ও শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয়রা কারখানা কর্তৃপক্ষের কাছে পৌঁছে ক্ষতিপূরণের দাবি জানায়। এ মুহূর্তে কারখানা চত্বরে রাজনৈতিক দলের নেত্রী স্থানীয়রা বৈঠক করে দাবি আদায়ের সচেষ্ট হয়েছে। জানা গেছে ওই ঠিকা কর্মী সাত দিন আগে কাজে যোগ দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ এ মুহূর্তে ওই কর্মীদের পরিজনদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আত্মার দিয়েছেন একই সাথে সৎকারের জন্য ৫০ হাজার টাকা ও ঠিকা সংস্থার পক্ষ থেকে জীবন বীমা বাবদ টাকা শ্রমিকদের প্রদান করা হবে বলে জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত কি সমাধান সূত্র উঠে আসে সে সম্পর্কে স্পষ্ট কোন বিষয় সামনে আসেনি।এই বালাজি কারখানায় শেষ পর্যন্ত জানা যায় যে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা প্রদান করা ও ঠিকা সংস্থার পক্ষ থেকে আড়াই লক্ষ টাকা প্রদান করার জন্য তারা স্বীকারোক্তি দিয়েছে পাশাপাশি সৎকারের জন্য অতিরিক্ত 50000 টাকা প্রদান করার কথা তারা দিয়েছে বলে জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেত্রী স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *