দূর্গাপুরে ধৃত ১০ সশস্ত্র দূষ্কৃতি, ডাকাতির পরিকল্পনা বানচাল
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১০ জনকে গ্রেফতার করলো দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ ধৃতদেরকে জেরা করে জানতে পারে যে, তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন বহুতল আবাসন ও বাড়িতে লোক না থাকার সুযোগ নিয়ে কালিপুজোর আগে ডাকাতি করা। রবিবার রাতে দূর্গাপুর থানা এলাকায় জড়ো হয়েছিলো।




গোপন সূত্রে সেই খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ সবুজ নগর লাগোয়া জঙ্গলে হানা দিয়ে সেখান থেকে এই ১০ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়। ধৃতদেরকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃতরা প্রত্যেকে পশ্চিম বর্ধমান জেলা সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের কাছ থেকে পুলিশ রড, দড়ি, চেন, দরজা ভাঙার শাবল, তালা কাটার যন্ত্র ও ভোজালি পেয়েছে। একইসাথে তিনটি মোটরবাইকও উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।