PANDESWAR-ANDAL

সুষ্ঠ নির্বাচন হলে সনাতনীরা তৃণমূলকে ভোট দেবে না, বললেন শুভেন্দু অধিকারী

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : রাজ্য আবাধ নির্বাচন হলে হিন্দু সনাতনীরা ভোট দেবে না তৃণমূলকে, সোমবার নির্বাচনী প্রচারে ঝাড়খন্ড রাজ্য যাওয়ার সময় অন্ডাল বিমানবন্দরে এই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি অভিযোগ করেন বাংলায় কোন নির্বাচন অবাধ হয় না । এই রাজ্যে শাসকদল হিন্দু সনাতনীদের ভোট দিতে দেয় না । হিন্দুরা ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতায় থাকবে না তৃণমূল সরকার । নির্বাচনী প্রচারে ঝাড়খন্ড যাওয়ার সময় বেলা এগারোটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকজন বিজেপি নেতা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন ।

বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হোন তিনি । তখনই তিনি এই মন্তব্য করেন । রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ রাজ্যে এসে ২০২৬-এ পরিবর্তনের ডাক দেন । এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দু অধিকারী বলেন অমিত শাহ জি আমাদের নেতা তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে কোন মন্তব্য করব না । কারণ উনি নেতা আমি কর্মী । আরজি কর ইসু নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আন্দোলনে প্রথম দিন থেকে সাথে ছিলাম । কিন্তু যেদিন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন সেদিন থেকে আর তাদের সাথে নেই । তবে ন্যায় বিচারের দাবিতে আমরা আছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *