DURGAPUR

দুর্গাপুরের এনটিএস থানার পুলিশ সাড়ে তিনশ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : কালীপুজোর আগেভাগেই ব্যাপক খানা তল্লাশি করে, অন্যায় ভাবে বাজারে বিক্রির আগেই প্রায় সাড়ে তিনশ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করল দুর্গাপুরের এনটিএস থানার পুলিশ। আর এই শব্দবাজি বিক্রির অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে মঙ্গলবার বিকেল থেকেই পুলিশ বেশ কয়েকটি এলাকায় নিষিদ্ধ শব্দবাজি বিক্রি র জন্য মজুদ করা হয়েছে এই খবরটি পাওয়ার পরই নড়ে চড়ে বসে।

এরপরই এনটিএস থানার ওসি মানব ঘোষের নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী দিকে দিকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শব্দবাজি বিক্রির আগেই সেই সকল বাজি বাজেয়াপ্ত করল। জানা গেছে এদিন তারা বিধান নগর ফাঁড়ির আইসি এসকে রিয়াজুদ্দিন কে সঙ্গে নিয়ে একযোগে এই অভিযান চালিয়ে পায় বড়সড় সফলতা । কালীপুজোর আগেই পুলিশের এ ধরনের বড়সড়ো অভিযানে, শব্দ দানবের হাত থেকে কিছুটা রেহাই মিলবে বলেই মনে করছেন পরিবেশবিদরা। জানা গেছে এ সকল বাজির মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা, যা এই কালীপুজোর সময় বিক্রি করার জন্য অন্যায় ভাবে মজুদ করেছিল বেশ কিছু দোকানদার। সেই তথ্য পুলিশের কাছে আসার পরপরই এই অভিযান চালালো পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান তারা জারি রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *