আসানসোলে আর্য সংঘের ৩২ তম বর্ষের কালি পূজার উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোলের হটন রোডের আর্য সরণিতে বুধবার সন্ধ্যায় কালি পূজোর উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলো আর্য সংঘ কালি পূজো কমিটি। এ বছর আর্য সরণীর কালি পুজো ৩২তম বর্ষ উদযাপন করছে। এদিনের অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর এবং আসানসোল সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় , আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি এই পূজোর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলদীপ সিং সালুজা, অরুণ শর্মা, জগদীশ শর্মা, সীয়ারাম আগরওয়াল, রাকেশ শর্মা, রাজু সালুজা প্রমুখ।





কালি পুজো উপলক্ষে কমিটির তরফে অতিথিদের হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হয়। আর্য সংঘ কালী পূজো কমিটির একটি উদ্দেশ্য হল সংস্কৃতি রক্ষা করা ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের প্রচার করা। প্রতি বছর এই পূজা খুব সুন্দর পরিবেশে হয়, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। মাতৃশক্তির পূজোকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে নজরকাড়া প্যান্ডেল ও আকর্ষণীয় প্রতিমা। সঙ্গে রয়েছে আলোকসজ্জাও।