আসানসোলে মেডিক্যাল কলেজ ও ফ্লাইওভার নির্মাণের ভাবনা সরকারের
আসানসোলে একাধিক কালি পুজোর উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক বৃহস্পতিবার আসানসোলের একাধিক কালি পুজোর উদ্বোধন করেন। তার মধ্যে অন্যতম হলো আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানের বিদ্রোহী সংঘের কালি পুজো। বিদ্রোহ সংঘের তরফে হওয়া এদিনের কালি পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ, ফসবেকি বা সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শচীন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিদ্রোহী সংঘ দীর্ঘদিন ধরে এইভাবেই কালি পূজোর আয়োজন করে আসছে। পুজো উপলক্ষে তারা এই রামসায়ের ময়দানে মেলারও আয়োজন করে আসছে। আসানসোলবাসীদের জন্য দীপাবলি ও কালি পুজোর উপহার হিসেবে এদিনের অনুষ্ঠান থেকে দুটি বড় ঘোষণা করেন মলয় ঘটক। আসানসোল শহরের জিটি রোডের মুল বাজার এলাকায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার তৈরি করার দাবি ফসবেকি সহ সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে করে আসছেন। মন্ত্রী বলেন, এই ফ্লাইওভার কি করে করা যায়, তা নিয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। তা তৈরি করতে ব্যয় হবে কয়েশো কোটি টাকা। খুব শিগগিরই এই ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মলয় ঘটক।
তিনি আরো বলেন, রাজ্য সরকার প্রতি জেলায় অন্ততঃ একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে তা করা হবে। আসানসোলের বিবেকানন্দ সরণী বা সেনরেল রোডে বর্তমানে যে আসানসোল ইএসআই হাসপাতাল রয়েছে, তার পেছনের জমিতে প্রস্তাবিত সেই মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির প্রশাসনিক প্রক্রিয়াও শুরু হয়েছে।
দীপাবলি ও কালী পূজোর মধ্যে মন্ত্রীর এই দুটি ঘোষণা আসানসোলের মানুষদের জন্য বড় কোন উপহারের চেয়ে কম নয় বলে জানান সাউথ বেঙ্গল বা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বনিকসভা ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই দুটি বিষয়ে মন্ত্রী সহ রাজ্য সরকার তথা প্রশাসনের প্রতিটি স্তরে আবেদন করা হয়েছে। ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায় একটি ফ্লাইওভার ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের মন্ত্রী মলয় ঘটকের এই ঘোষণাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন যে এই দুটি কাজের প্রশাসনিক প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে।