RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ থানা চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ :   দীর্ঘ কয়েকটা মাস বিক্ষোভ আন্দোলন করে পুলিশ   প্রশাসনের বিরুদ্ধে তথা সরকারের কাছে অভয়া কান্ডে দোষীদের শাস্তির দাবিতে বিচার চেয়ে আন্দোলন করা চিকিৎসকেরা এবার পুলিশ প্রশাসনের সহায়তায় থানা চত্বরেই করলেন স্বাস্থ্য শিবির। পুলিশ ও চিকিৎসকের সৌভ্রাতৃত্বের লক্ষ্যেই এই বিশেষ কর্মকাণ্ড। শুক্রবার রানীগঞ্জ থানা নাগরিক কমিটির পক্ষ থেকে কালীপুজো ও দীপাবলীর সময়কালে সকলের সুস্থ দেহ মন গড়ে তোলার লক্ষ্যে, রানীগঞ্জ থানা চত্বরে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো।

যেখানে এদিন রানীগঞ্জের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংক্ষেপে আইএম এ সংগঠনের পক্ষ থেকে প্রায় 17 জন চিকিৎসক এই স্বাস্থ্য শিবিরে চোখ, কান, গলা, অস্থি বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, শিশু চিকিৎসা, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা সহ, প্রায় সকল ধরনের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য উপস্থিত হন বিশিষ্ট সব চিকিৎসকেরা। আর তার সাথেই ইসিজি সুগার টেস্ট রক্তের চাপ পরীক্ষা সহ বেশ কয়েকটি পরীক্ষা বিনামূল্যে করা হয়। একই সাথে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এই বিশেষ স্বাস্থ্য শিবিরে।

আর এই শিবিরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন রানীগঞ্জ ছাড়া আর ইন্সপেক্টর বিকাশ দত্তর সাথেই রানীগঞ্জের প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার এস কে মাজি, ডাক্তার এস কে বাসু, ডাক্তার চৈতালি বাসু ডাক্তার দেবাশীষ ভট্টাচার্যর সঙ্গে এ সকল কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর লক্ষ্যে সমগ্র চিকিৎসা পরিষেবা সুচারু ভাবে সম্পন্ন করতে সহায়তার হাত বাড়িয়ে দেন, রানীগঞ্জের প্রসিদ্ধ চিকিৎসা প্রতিষ্ঠান রানীগঞ্জ রয়েল কেয়ার হাসপাতালের অন্যতম কর্ণধার তাপস তেওয়ারি ও তার মেডিকেল টিম। এদিনের এই বিশেষ কর্মকাণ্ডে চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য হাজির হন প্রায় আড়াইশো জন নাগরিক। পুলিশ প্রশাসনের সহায়তায় বিশেষ স্বাস্থ্যপরিসেবা শিবির সম্পন্ন হওয়ায় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস কে বাসু এই কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *