কালীপুজোর মাঝেই মেগা রক্তদান রাণীগঞ্জ থানায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানা নাগরিক কমিটির উদ্যোগে শনিবার রানীগঞ্জ থানা চত্বরে এক মেগা ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে এদিন কালীপুজোর সময়কালে উৎসবের দিনগুলিতে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সহায়তায় আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান কর্মসূচিতে অংশল্যান্ড প্রায় ১১৫ জন রক্তদাতা। যার মধ্যে পুলিশ প্রশাসনের প্রায় ৫৫ জন আধিকারিক সহ নানান পদমর্যাদার সদস্যরা রক্তদানে অংশ নেন এমনকি ২৫ জন মহিলা রক্তদাতা ও এই রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্তদান শিবির কে এক মেগা রক্তদান শিবিরে রূপান্তরিত করে।
আয়োজিত এই শিবিরে রক্ত সংগ্রহের জন্য উপস্থিত হন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক শাখা। শনিবার ফিতে কেটে এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, উপস্থিত থাকেন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত, সহ বহু বিশিষ্টজনেরা। এদিনের এই কর্মসূচিতে অন্য সকল সদস্যদের সাথেই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত সহ অপর 2 ইন্সপেক্টর থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর অজয় বাগ, ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দোলুই অংশ নেন এই রক্তদান শিবিরে।
ডিসিপি সেন্ট্রাল জানান সামাজিক সকল কাজের সঙ্গে পুলিশ প্রশাসন অঙ্গাণিকভাবে যুক্ত আর তারই সাথে তারা এই উৎসবের দিনেও মানুষের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে নিজেদের মহান দান কে তুলে ধরেছেন। রক্তদানের কোন বিকল্প হয় না, রক্তদানের কোন জাত পাত বর্ণ বিভেদ হয় না, তাই এই কালীপুজো ও দীপাবলীর অনুষ্ঠানের মাঝে এই রক্তদানের কর্মসূচি গ্রহণ করায় স্বভাবতই খুশি তিনি। এ ধরনের কর্মকাণ্ড আগামীতেও যাতে পুলিশ প্রশাসন ও সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন করে থাকেন তার আহ্বান জানান তিনি।