দূর্গাপুরে ছটব্রতীদের পাশে তৃনমুল কংগ্রেস, ১০ হাজার মায়েদের হাতে তুলে দেওয়া হবে পুজোর সামগ্রী
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ছটপূজা প্রাক্কালে দুর্গাপুরে ১০ হাজার ছটব্রতী মায়েদের হাতে পূজো সামগ্রী তুলে দেওয়া হলো। তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এই কর্মসূচি শুরু হলো শনিবার থেকে।
প্রতি বছরই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিভিন্ন এলাকা যেমন মায়াবাজার ,মেনগেট ,ট্রাঙ্ক রোড, দুর্গাপুর স্টেশন, টাউনশিপ এলাকায় হাজার হাজার মানুষ ছট পূজোয় মেতে উঠেন। এইসব এলাকায় মূলত হিন্দিভাষী মানুষদের বসবাস। তাই এই ছট পূজো খুব ধুমধামের সাথে পালন হয় এইসব এলাকায়।
এই বছর তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে ১০ হাজার ছটপুজোর ব্রতীদের হাতে ছট পূজোর ডালা সহ সামগ্রী তুলে দেওয়ার কার্যক্রম শুরু হলো শনিবার থেকে। এই প্রসঙ্গে জেলা সভাপতি তথা বিধায়ক বলেন, এই ছট পুজো দুর্গাপুরের বিভিন্ন এলাকা ধুমধামের সাথে পালন হয়। তাই এই বছর থেকে শাড়ি ও ছট পূজোর সামগ্রী মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ছটপুজোর জন্য বেশিরভাগ পুকুরের ঘাট বাঁধাই করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি ঘাটের সাফাইয়ের কাজ প্রতিনিয়ত চলছে। এই ছটপূজো বাংলাভাষী বাঙালি এবং হিন্দিভাষী বাঙালি সকলেই একত্রিতভাবে পালন করে চলেছেন। এই বছরও তার কোন ব্যতিক্রম হবেনা। আমরা তাদের পাশে আছি বলে এদিন তিনি জানানা।