রক্তদান শিবিরের আয়োজনে ছোটদিঘাড়ি ইউনাইটেড ক্লাব
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ কালি পূজো উপলক্ষে ও ক্লাব সদস্যদের স্মরণে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে ছোটদিঘাড়ি ইউনাইটেড ক্লাব। সেই শিবির থেকে ৩২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। উৎসাহের সাথে রক্তদান শিবিরে ক্লাবের সক্রিয় সদস্য ও অন্যান্যরা রক্তদান করেন। শিবিরে রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, হিরাপুর থানার অফিসার ইনচার্জ বা ওসি সৌমেন্দ্র সিং ঠাকুর, হিরাপুর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর অনুপ মাজি, কাউন্সিলর অক্ষয় ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা রক্তদাতাদের শংসাপত্র দিয়ে উৎসাহিত করেন। এছাড়াও ক্লাবের সদস্য কৌশিক গুপ্ত, পার্থ কুমার , আনন্দ উপাধ্যায় প্রমুখেরা উপস্থিত ছিলেন।
তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি অনুপ মাজি বলেন, রক্তদান মহান দান। রক্তদান করার উদ্দেশ্য হল মানুষদের জীবন বাঁচানো। ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে রক্তদান করেছেন। আমরা জনগণের সেবা করতে সবসময় প্রস্তুত থাকব।
ক্লাবের সম্পাদক যতীন্দ্র নাথ উপাধ্যায় বলেন, কালি পুজো উপলক্ষে ও ক্লাব সদস্য মিন্টু ভার্মা, দীপঙ্কর দাস এবং অপু দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।