ASANSOL-BURNPUR

বার্নপুরে বচসার পরে মারধরের অভিযোগ, যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বচসা থেকে মারধরের অভিযোগ। তাতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ছিন্নমস্তা মন্দিরের কাছে। শনিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হিরাপুর থানার বার্নপুরের রাধানগরের নিচু পাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম মুকেশ চৌহান (৩৬)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। এই ঘটনার তদন্ত হিরাপুর থানার পুলিশ শুরু করেছে বলে জানা গেছে। ঠিক কি করে এই ঘটনা ঘটেছে, তা জানতে হিরাপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ এদিন বিকেলে মৃত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে এই ঘটনা নিয়ে প্রাথমিক কথাও বলেছে। পুলিশের তরফে মৃত যুবকের পরিবারের সদস্যদেরকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।


জানা গেছে, পেশায় রং মিস্ত্রি বার্নপুরের বাসিন্দা মুকেশ চৌহান শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ মোটরবাইক করে বার্নপুরের ছিন্নমস্তা মন্দিরের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় ছিন্নমস্তা পুকুরের কাছে কয়েকজন যুবকের সঙ্গে মুকেশের বচসা হয়। অভিযোগ, তাকে ঐ যুবকেরা মারধর করে। এরপর শনিবার সকাল নটা নাগাদ এলাকার বাসিন্দারা মুকেশকে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা আসেন। তারপর মুকেশকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে সেখানে তার মৃত্যু হয়। 
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, এই ঘটনায় আপাততঃ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেখানকার কয়েকজন যুবককে আটক করে জেরা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তের পরে জানা গেছে, মৃত মুকেশ চৌহানের সঙ্গে বন্ধু হিসেবে পরিচিত, তাকে মারধর করা যুবকেরা। শুক্রবার রাতে মুকেশ যখন মোটরবাইক করে বাড়ির দিকে যাচ্ছিলো, তখন ঐ এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে তার বচসা হয়। তখন তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু একজন যুবক জখম অবস্থায় রাতভর রাস্তায় পড়ে থাকলেও, এলাকার বাসিন্দারা তা জানলেন না। যা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ জানায়, পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলেই, মামলা করে পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *