কিভাবে জনপ্রিয় হব জানিয়ে দিলেন বিশিষ্ট সংগীত শিল্পী রাজশ্রী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : কিভাবে জনপ্রিয় হব, সেই গোপন কথা জানিয়ে দিলেন বিশিষ্ট সংগীত শিল্পী। শনিবার গানের আসরে এসে নিজের মনের কথা তুলে ধরল বিশিষ্ট সংগীত শিল্পী রাজশ্রী বাগ।খনি শহরে দ্বিতীয় দফায় হাজির হয়ে একটার পর একটা গান উপহার দিয়ে, রানীগঞ্জ থানা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত, সাংস্কৃতিক সন্ধ্যায়, হিন্দি বাংলা গানে মাতিয়ে সকলের মন জয় করে নিলো,জি সারেগামাপা খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী রাজশ্রী।
তার দাবি কয়লাঞ্চল নিয়ে তার নানান কৌতুহল ছিল, আর এখানের মানুষজনদের নিয়েও ছিল নানান কৌতুহল। তবে দু-দফায় অনুষ্ঠান করতে এসে এখানে মানুষজনদের অনেকটাই ভালো লেগেছে তার, দর্শকদের ঠাসা ভিড় ও গানের মঞ্চ ছেড়ে এক পাও না এদিক ওদিক চলে যাওয়ায় শনিবার গানের আসর ছিল একেবারে জমজমাট, এক পাশে ছেলেমেয়েরা গানের তালে নাচ-গান যে রকম করছিলেন সেই রকমই অনেকেই তালি দিয়ে তাকে উৎসাহিত করে গানের অনুষ্ঠানকে অনেকটাই প্রাণোচ্ছল করে তুলেছিল। এই সমস্ত বিষয়টাই অনেকটাই ভালো লেগেছে তার, শনিবার অনুষ্ঠান মঞ্চের শেষে তার কাছে করা প্রশ্নের উত্তরে তিনি এমনই দাবি করেন।
তার দাবি আরো উন্নত হয় যাতে যাতায়াতের আর উন্নতি ঘটে সে সকল টাও তিনি চান। আর এর সাথেই তার দাবি সংগীত জগতে পৌঁছতে গিয়ে নানান বাধা পার হতে হয়েছে তাকে,গানের জগতে পৌঁছতে গিয়ে কখনো প্ল্যাটফর্মে শুতে হয়েছে। তবে তিনি কখনোই নিজের প্রচেষ্টা থেকে দূরে সরেন নি। হুগলি জেলার এক সাধারণ পরিবারের থেকে উঠে এসে গানকে অবলম্বন করে বোম্বেতে দুটি অডিশনে ১৬ জনকে পেছনে ফেলে তারপরে এই সাফল্য এসেছে। তবে তিনি এখানেই থেমে থাকতে চান না। তার দাবি নিজের গান করব, নিজের গান করে মানুষের মনে জায়গা করে নেব। এখন তো আমি অন্য সব নামিদামি শিল্পীদের গান করছি যারা অনেক বেশি জনপ্রিয়, একদিন আমি এরকম আমার নিজের গান গাইবো। আর অনেক মানুষেরা আমার সেই গান গাইবে, এটাই আমার জীবনের পরমপ্রাপ্তি। আমি চাইবো, আমার গান আসুক, আমার নিজের গান আসুক বাংলা হিন্দি তে, আর মানুষ প্রচুর প্রচুর ভালবাসা দিক সেই সকল গান গুলিকে। তখনই সফল হব আমি।
তবে এই প্রজন্মের শিল্পীদের তিনি উদ্দেশ্য করে জানান আগামীর সাফল্যের চাবিকাঠি কিন্তু এক ধাক্কায় বড় হতে যাওয়া নয় ক্রমাগত অধ্যাবসায়ের মধ্যে দিয়ে চেষ্টা করলেই ও কঠোর পরিশ্রম করলে, সফলতা অবশ্যই মিলবে। শিল্পী জানান আগামীতেও তিনি আবার এই খনি শহরে গান করতে আমন্ত্রণ পেলে আবারো ছুটে আসবেন।