DURGAPUR

দূর্গাপুরে ভিন জেলা থেকে চুরি যাওয়া ৫৪ লাখ টাকার সামগ্রী সহ ট্রাক উদ্ধার, গ্রেফতার তিন

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দূর্গাপুরের কোকওভেন থানার পুলিশের সাফল্য। ভিন জেলা থেকে চুরি যাওয়া সামগ্রী সহ ট্রাক উদ্ধার। মিলেছে ৫১ লক্ষ টাকার সামগ্রী। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক সহ তিনজনকে। তার মধ্যে রয়েছে চোরাই সামগ্রী কেনা রিসিভারও। ধৃতদের নাম হলো ট্রাক চালক বিহারের গয়া জেলার ওয়াজিরগঞ্জ থানার মালাকপুর গ্রামের মহঃ ফায়াজ (৩৪), পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থানার উত্তরগুড়িয়ার সোমনাথ ঝাঁ ওরফে ছটু (৩৩) ও পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার বানপুরার ( পাঁচকুড়ি) শেখ ইয়াসিন আলি (৩২)। ধৃত শেখ ইয়াসিন আলি পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়ির একটি কাঁটার মালিক। যেখানে চোরাই সামগ্রী বিক্রি করা হয়েছিলো। ট্রাক মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে।


বৃহস্পতিবার রাতে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা কোকওভেন থানায় সাংবাদিকদের কাছে পুলিশের এই সাফল্যকে তুলে ধরার পাশাপাশি গোটা ঘটনা বিস্তারিত ভাবে জানান। তিনি বলেন, দুর্গাপুরের এক বেসরকারি কারখানা থেকে ৫৪ লক্ষ টাকার সামগ্রী উড়িষ্যায় যাওয়ার কথা ছিলো। ৯ অক্টোবর সামগ্রী বোঝাই সেই ট্রাক বেরোলেও, গন্তব্যে পৌঁছায় নি। ১৪ অক্টোবর পর্যন্ত সেই ট্রাক না পৌঁছানোও, ট্রাক মালিক খোঁজ শুরু করেন। কিন্তু ট্রাক মালিক ট্রাকের কোন খোঁজ পাননি। ট্রাক চালকের মোবাইল ফোন বন্ধ ছিলো। ট্রাক মালিক ১৮ অক্টোবর গোটা ঘটনার কথা জানিয়ে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পুলিশ তদন্তে নামে ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে উড়িষ্যায় রয়েছে সেই ট্রাকটি। এর পরে কোকওভেন থানার পুলিশ উড়িষ্যায় যায়। সেখানে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে। কোকওভেন থানার পুলিশ এরপরে চালককে গ্রেফতার করে। পুলিশ এরপরে চোরাই সামগ্রী উদ্ধারে নামে। শেষ পর্যন্ত পুলিশ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের থেকে চোরাই সামগ্রী উদ্ধার করে। একইসাথে চোরাই সামগ্রীর ক্রেতা হিসেবে কাঁটার মালিককে গ্রেফতার করে। এর পাশাপাশি ট্রাক চালকের সঙ্গে থাকা তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। ট্রাক মালিক তার গাড়ি সহ গোটা সামগ্রী উদ্ধারের জন্য কোকওভেন থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি জানান, এত টাকার সামগ্রী কোথায় যাচ্ছিল তা তার জানা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *