PANDESWAR-ANDAL

পুলিশি অভিযানে ধরা হল একাধিক বেআইনি টোটো

বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, দুর্গাপুর : অভিযান চালিয়ে ধরা হল বেআইনি টোটো । শনিবার দুপুরে ট্রাফিক পুলিশ অভিযান চালাই উখরা বাজপাই মোড়ে । বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ধরা হয় ২০-টিরও বেশি টোটো । বেআইনি টোটোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান ট্রাফিক ওসি ।



রাজ্য সরকারের পরিবহন দপ্তর বেশ কয়েক মাস আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল আগস্ট মাসের ১ তারিখ থেকে বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । টোটো হতে হবে সরকার অনুমোদিত সংস্থার, রেজিস্টেশন, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে । এছাড়াও সরকার নির্ধারিত রুটের মধ্যেই চালাতে হবে টোটো । এই নিয়ম যারা মানবে না সেই সব টোটো বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছিল পরিবহন দপ্তর । আগস্ট মাসের পর টোটো চালকদের সুযোগ দিতে সেই সময়সীমা সাময়িক বাড়ানো হয়েছিল । কিন্তু তারপরও দেখা যাচ্ছে সরকারি নিয়মকে অগ্রাহ্য করেই বেআইনি টোটো চলাচল করছে বিভিন্ন রুটে । এবার বেআইনি টোটো ধরতে সক্রিয় হল প্রশাসন ।

শনিবার দুপুরবেলায় অন্ডাল ট্রাফিক থানার পুলিশ বেআইনি টোটো ধরতে অভিযান চালাই উখরা বাজপাই মোড়ে । রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স না থাকাই ২০ টেরও বেশি টোটো এদিন বাজেয়াপ্ত করে পুলিশ । ট্রাফিক ওসি প্রবীর পাল জানান বাজেয়াপ্ত টোটো গুলি হস্তান্তর করা হয়েছে অন্ডাল থানার উখরা ফাঁড়িতে । ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *