আসানসোলের কুলটিতে জাতীয় সড়কে দুটি দূর্ঘটনা, জখম ৬
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ ১৯ নং জাতীয় সড়কে রবিবার সকাল ও দুপুরে পরপর দুটি পথ দুর্ঘটনা ঘটলো। একটি দুর্ঘটনার কবলে পড়ে একটি খালি ট্রাক ও মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান। রবিবার দুপুরে এই ঘটনা আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নং জাতীয় সড়কের রামপুর এমভিআই চেকপোষ্ট সংলগ্ন এলাকায় এলাকায়। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক, খালাসি সহ তিনজন অল্পবিস্তর আহত হয়েছেন। অন্য দূর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। এই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ১৯ নং জাতীয় সড়কে দামাগড়িয়া রেল ব্রিজে। এই ঘটনায় এক দম্পতি ও তাদের সন্তান আহত হয়েছেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/11/img-20241110-wa00863192895487509306461-500x281.jpg)
জানা গেছে, রবিবার দুপুরে একটি ট্রাক আসানসোল দিক থেকে ১৯ নং জাতীয় সড়ক দিয়ে আসার সময় কুলটির লছমনপুর গ্রামের দিকে ঢুকছিল। কোন কারখানায় জিনিস নেওয়ার উদ্দেশ্যে ট্রাকটি লছমনপুর গ্রামের দিকে ঢুকছিল। সেই সময় দ্রুত গতিতে আসানসোলের দিক থেকে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান ঐ লেন দিয়ে ধানবাদের দিকে যাচ্ছিলো। পিকআপ ভ্যানটি কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে টার্ন নেওয়া ট্রাকটির পেছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে ট্রাকটি রাস্তার পাশে ডিভাইডারে উঠে যায় ও পিকআপ ভ্যানটির উপর কাত হয়ে পড়ে। এই ঘটনায় পিকভ্যানের চালক সহ তিনজন জখম হন।
খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও ১৯ নং জাতীয় সড়ক কতৃপক্ষের কর্মীরা পৌঁছান। পুলিশ তিনজনকে এ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনার পরে ট্রাক চালক পলাতক বলে জানা গেছে। কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
অন্যদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ নং জাতীয় সড়কের সিমেন্টের ডিভাইডারে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। এই ঘটনায় এক দম্পতি ও তার সন্তান আহত হয়েছেন। রবিবার সকালে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির ১৯ নং জাতীয় সড়কের দামাগড়িয়া রেল ওভারব্রিজের উপরে ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, দুর্গাপুর থেকে একটি চারচাকা গাড়ি করে এক দম্পতি ও এক সন্তানকে নিয়ে রবাকরের রামনগর এক আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। সেই সময় ১৯ নং জাতীয় সড়কে দামাগড়িয়া রেল ওভার ব্রিজের উপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ও উল্টে যায়। তাতে দম্পতি ও তাদের সন্তান অল্পবিস্তর আহত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কতৃপক্ষের টিম, চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছায়। পরে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই প্রসঙ্গে জাতীয় সড়ক কতৃপক্ষের (এনএইচএআই) কর্মী উৎপল মাজি বলেন, দুটি ঘটনায় কারোর মৃত্যু হয় নি। ৬ জনের মতো আহত হয়েছেন।