জাতীয় সড়কে স্কুল বাস দুর্ঘটনা আহত সাত
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ১৯ নম্বর জাতীয় সড়কে এক ইংরেজি মাধ্যম স্কুলের স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে আহত হল বাসের মধ্যে থাকা প্রায় ৭ জন খুদে পড়ুয়া। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে অন্ডাল থানার জে কে রোপওজের কাছে। জানা যায় দুর্গাপুরের ডিপিএস স্কুল থেকে রানীগঞ্জের অভিমুখে এই স্কুল বাসটি আসার সময় একটি পণ্যবাহী লরির পেছনে ধাক্কা মারলে, বাসের মধ্যে থাকা প্রায় ৭ জন পড়ুয়া আহত হয়। যার মধ্যে তিনজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অন্ডাল থানার ট্রাফিক গার্ডের পুলিশ ও স্থানীয় এলাকার মানুষজন বাচ্চাদের দ্রুত উদ্ধার করে, সংলগ্ন অংশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। যার মধ্যে তিনটি বাচ্চার আঘাত গুরুতর বলে জানা গেছে। তবে স্কুল বাসে কিভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটলো তা নিয়ে হতবাক সকলে। স্কুল পড়ুয়াদের অভিভাবকদের অনুমান বাস চালকের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ইংরেজি মাধ্যম একটি স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া বাসের চালক কিভাবে এত বেপরোয়া ভাবে বাস চালায় তা নিয়েই প্রশ্ন উঠেছে অভিভাবকদের মনে।এদিনের এই ঘটনায় অন্ডাল থানার ট্রাফিক গার্ডের ওসি প্রবীর পালের নেতৃত্বে সকল স্কুল পড়ুয়াদের উদ্ধার করে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। স্কুল বাসটিকে আটক করেছে পুলিশ।