আসানসোলে ভোটার তালিকা ২০২৫ নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে বৈঠক
” ১৮ ‘ হলেই করা যাবে আবেদন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালামের উপস্থিতিতে ” ভোটার তালিকা ২০২৫ স্পেশাল সামারি রিভিশন বা সংক্ষিপ্ত সংশোধন খসড়া প্রকাশ নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভোটার তালিকা ২০২৫ এর বিশেষ সংক্ষিপ্ত সংশোধন খসড়া প্রকাশ করা নিয়ে অবহিত করা হয়। এই বৈঠকে ওসি ইলেকশন সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।




এই বিষয়ে পরে জেলাশাসক বলেন, দেশের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এদিন এই জেলায় ভোটার তালিকা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। নতুন ভোটারদের তালিকায় নাম তোলা, পুরানো ভোটারদের ভোটার তালিকায় নাম নিয়ে কোন সমস্যা, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। নতুন ভোটারদের যাদের বয়স ১ জানুয়ারি ২০২৫ সালে ১৮ বছর হবে ও যাদের বয়স ১ অক্টোবর ২০২৫ সালের মধ্যে হবে, তারা ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাকে তার বুথে বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।
জেলাশাসক আরো বলেন, এছাড়াও যাদের ভোটার পরিচয়পত্রে কোনো ধরনের ত্রুটি আছে তারাও আবেদন করতে পারবেন। কোনো ভোটার মারা গেলে তার নাম মুছে ফেলার প্রক্রিয়াও করা হবে বলে জানান তিনি। এইসব কিছুর জন্য বুথ লেভেল অফিসারের কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। নিজের নিজের বুথে সোমবার থেকে শুক্রবার দুপুরে দুটো থেকে চারটে ও শনিবার ও রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফর্ম পাওয়া যাবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়াটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুথ লেভেল অফিসারের কাছ থেকে পাওয়া ফর্ম পরীক্ষা করা হবে। তারপর ২০২৫ সালের ৬ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে।
জেলাশাসক সকলকে এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য অনুরোধ করেন। তিনি বিশেষ করে যারা নতুন ভোটার, তাদের ১২ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তুলতে অনলাইনে আবেদন করার জন্য বলেন।