DURGAPUR

পরিত্যক্ত গাড়ির ভেতরে খেলতে গিয়ে বিপত্তি, আগুনে ঝলসে জখম চার শিশু

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ*  পরিত্যক্ত গাড়ির একটি কেবিনের ভেতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক। এই চারজনকে বাঁচাতে গিয়ে আগুনে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। বুধবার দুপুর তিনটে নাগাদ দূর্গাপুরের কাঁকসা থানার কাঁকসার রাইস মিল রোডে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে। চার শিশু ও নাবালকের মধ্যে দুজনকে দূর্গাপুর মহকুমা হাসপাতাল ও বাকি দুজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


জানা গেছে, এদিন দুপুরে কাঁকসা থানার কাঁকসা রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলা করছিলো এক শিশুকন্যা ও তিন নাবালক। সেই সময় হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। দেখতে পাওয়া যায় আগুনের ফুলকিও। স্বাভাবিক ভাবেই ঐ গাড়ির ভেতর আটকে পড়ে ৪ জনেই। ঐ নাবালক ও শিশু কন্যার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসেন। তারা কোনমতে গাড়ির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারাই তাদেরকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

কিন্তু চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। যে ব্যক্তি চারজনকে উদ্ধার করেন, তিনিও অসুস্থ হয়ে পড়েন।  তাকেও চিকিৎসার জন্য পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *