PANDESWAR-ANDAL

টোটোর ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার তিন

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : টোটোর ব্যাটারি চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল তিন দুষ্কৃতিকে । উদ্ধার হয়েছে চুরি যাওয়া চারটে ব্যাটারি ।‌ ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালত । সাম্প্রতিককালে এলাকায় বেশকিছু টোটো গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে । যার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে । এরমধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । তাতেই মিলল সাফল্য ।

বুধবার রাতে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির শংকরপুর ক্যান্টিন এলাকা থেকে শেখ সাহেব, শেখ রাজা, শেখ শহিদুল নামে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে ফাঁড়ির পুলিশ । ধৃতরা সকলেই ওই এলাকারই বাসিন্দা বলে জানা যায় । উদ্ধার হয় চারটে চুরি যাওয়া টোটোর ব্যাটারি । বৃহস্পতিবার ধৃত তিনজনকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে । ব্যাটারি চুরি চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । সেজন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলে সূত্রের খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *