আসানসোলে গুরু নানকের ৫৫৫ তম জন্মজয়ন্তী, বেরোলো বর্ণাঢ্য শোভাযাত্রা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ সারাদেশে সঙ্গে শুক্রবার সাড়ম্বরের সঙ্গে আসানসোলে পালিত হলো শিখ সম্প্রদায়ের প্রথম গুরু গুরু নানকের ৫৫৫ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে এদিন বিকেলে আসানসোল শহরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়।
গত তিনদিন ধরে গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলের ইসমাইলের গুরু নানক হাইস্কুলে পুজোর আয়োজন করা হয়েছিলো।




এদিন সেখানে এসে শিখ সম্প্রদায়ের মানুষজনদের দেখা করেন ও পুজো দেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন বিকেল তিনটের পরে গুরু নানক হাইস্কুল থেকে শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রা এসবি গরাই রোড, জিটি রোড হয়ে মুর্গাশোলের রামবন্ধু তলাওয়ে গুরুনানক নগরে গুরুদ্বোয়ারাতে এসে শেষ হয়।