বীর বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে বিরসা মুন্ডা সম্মান সমারোহ
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-
বীর বিরসা মুণ্ডার ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজ সেবা সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটিরব্যবস্থাপনায় বীর বিরসা মুন্ডা সম্মান সমারোহ 2024-এর আয়োজন করা হয়।
আদিবাসী সম্প্রদায় মানুষদের সাথে নিয়ে অনুষ্ঠিত হল নানা অনুষ্ঠান ।
বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী তথা সমাজ সংস্কারক তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে আদিবাসী মুন্ডাদের সংঘটিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন সেদিন বিভিন্ন জায়গার পাশাপাশি সালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে পালিত হলো বিরসা মুন্ডার জন্মদিন। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে অনুষ্ঠানে মাতলেন সকলেই। ধামসা মাদল নিয়ে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।একই সাথে ধামসা মাদলের তালে তালে
আদিবাসী কোল সম্প্রদায়ের ঝুমুর নৃত্যের তালে তাল দিয়ে ঝুমুর নাচ করেন বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।




এদিন এই অনুষ্ঠানে
অতিথিদের আদিবাসী রীতি নীতি মেনে স্বাগত জানানো হয়।এরপর প্রদীপ উজ্জ্বলন করে ও বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়।পশ্চিমবঙ্গ কোল আদিবাসী সেবা সংঘের জেলা কমিটির প্রেসিডেন্ট রাজেশ কোল বলেন ঝাড়খন্ড- বিহার – ওড়িশাতে কোল সমাজ তফশীলি উপজাতি হিসাবে স্বীকৃত। অথচ পশ্চিমবঙ্গে কোল সমাজ তফশীলি উপজাতি বা এস টি হিসাবে স্বীকৃত নয়। অথচ স্বাধীনতা সংগ্রামে কোল সমাজের ভূমিকা উল্লেখযোগ্য।তফশীলি উপজাতির স্বীকৃতি দাবি দীর্ঘদিন আন্দোলন করেও রাজ্যে তফশীলি উপজাতি হিসাবে স্বীকৃত নয় কোল সমাজ।এদিন পশ্চিমবঙ্গ কোল আদিবাসী সেবা সংঘের পক্ষ থেকে বারাবনির বিধায়ক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে এই স্বীকৃতি দাবি করাহল ।
বিধায়ক বিধান উপাধ্যায় জানান
পশ্চিমবঙ্গ সরকার সবসময় আদিবাসীদের উন্নয়নে কাজ করে চলেছে।এই সম্প্রদায়ের
কোল সমাজের দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রীর কাছে বলবেন এবং উপযুক্ত জায়গায় খোঁজ নেবেন।
এদিন প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎমিশ্র, আছড়া পঞ্চায়েত উপপ্রধান জয়দেব মাহাতো এবং জিতপুর পঞ্চায়েত প্রধান সুজিত মোদক এবং কোল সংঘের সেক্রেটারি সনাতন কোল, কোষাধ্যক্ষ বিস্পত কোল উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য, সঙ্গীত পরিবেশিত হয়। বিরসা মুন্ডা কোল রত্ন পুরস্কার দেওয়া হয় মতো মানঝিকে। একই সাথে তিনি বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ,মহম্মদ আরমান সহ আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।