বরযাত্রী বোঝায় বাস ধাক্কা মারলো বৈদ্যুতিক খুঁটিতে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি,অন্ডাল :- রবিবার মুকুন্দপুর কোলিয়ারিতে একটা বিয়ে বাড়িতে আসে ধানবাদ থেকে বরযাত্রী বোঝায় একটি বাস। বিয়ে শেষে বরযাত্রী নিয়ে বাস ফিরে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মারলে ঘটে বিপত্তি। সৌভাগ্যবশত কোন হতাহতের খবর নেই, তবে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
স্থানীয় বাসিন্দা বরেন নন্দী জানান, গতকাল রাত্রি আড়াইটা নাগাদ, অন্ডালের মুকুন্দপুর কোলিয়ারি এলাকায় বরযাত্রী বোঝাই বাসটি বিয়ে শেষে ধানবাদের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। হঠাৎ মুকুন্দপুর কোলিয়ারি এলাকার একটা সরকারি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে ভেঙে পড়ে বাসের ওপর ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক খুঁটিটি। তড়িঘড়ি চালক খালাসী এবং সমস্ত বর যাত্রী বাস থেকে নেমে দৌড়ান। সৌভাগ্যবশত কোন হতাহতর খবর নেই, তবে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সোমবার সকাল থেকেই ঘটনাস্থলে পৌঁছেছে অন্ডাল থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা।