ASANSOL

লেভেল ক্রসিং গেট টপকে রেললাইনে ট্রাক, ধাক্কা আসানসোলগামী মেমু প্যাসেঞ্জারের

ঝাড়খন্ডে অল্পের জন্যে বড় দূর্ঘটনা থেকে রক্ষা, ব্যাহত ট্রেন চলাচল

বেঙ্গল মিরর, আসানসোল ও জসিডি, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও  সৌরদীপ্ত সেনগুপ্তঃ* লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার মুহুর্তে গেট টপকে রেললাইনে চলে আসা ট্রাকে ধাক্কা মারলো ০৩৬৭৬ ডাউন ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জারে ট্রেন। মঙ্গলবার দুপুর ২ টো বেজে ৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ঝাড়খণ্ডে জসিডি ও শঙ্করপুরের মাঝে ২৭/ই রেল গেটে। এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে ট্রাকের সাথে ধাক্কা লাগায় ট্রেনের সামনের দিকে চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তাই বলা যেতে পারে যে, অল্পের জন্যে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন। এই ঘটনায় মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে ঐ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘন্টা পরে সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে ঐ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলের তরফে জানা গেছে।


এদিকে, এই প্যাসেঞ্জার ট্রেনটি ঝাঁঝা থেকে আসানসোল আসে ও পরে আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু এদিন ঐ ট্রেনটি দূর্ঘটনায় পড়ায়, তা আসানসোলে আসতে পারেনি। আসানসোলে অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ কাটাতে এদিন সন্ধ্যে ৫ টা বেজে ২০ মিনিটে একটি বিশেষ ট্রেন আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে চালানো হয়।


রেল সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২ টো বেজে ৪০ মিনিটে ০৩৬৭৬ ডাউন ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন আসানসোলে আসছিলো।  ঝাড়খন্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে মেমু প্যাসেঞ্জার ট্রেনটির কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার পরে লেভেল ক্রসিংয়ের গেট টপকে রেললাইনে চলে আসা এক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এর ফলে ঝাঁঝা থেকে আসানসোলের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যহত হয় আপ লাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে আসানসোল থেকে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারীর নেতৃত্বে একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। মধুপুর থেকেও রেল আধিকারিক ও কর্মীরা আসেন।  আসানসোলের ডিআরএম চেতনা নন্দ সিং জানান, এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। রেল আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।


অন্যদিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সিপিআরও কৌশিক মিত্র সন্ধ্যায় বলেন , এদিন দুপুরে ডাউন ঝাঁঝা – বর্ধমান ট্রেন আসানসোলের দিকে আসছিলো। সেই সময়, জসিডি ও শঙ্করপুরের মধ্যে লেভেল ক্রসিং নং ২৭/ই গেট বন্ধ করার সময় একটি ট্রাক জোর করে ঢুকে পড়ে। ট্রেনটির সাথে ধাক্কা লাগে ঐ ট্রাকটির। এ ঘটনায় ট্রেনের সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তিনি আরো বলেন,
এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই ঘটনার দু’ঘন্টা পরে বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনের পিছনের অংশটি সামনের অংশ থেকে আলাদা করা হয়।
এই ঘটনা নিয়ে রেলের তরফে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *