PANDESWAR-ANDAL

কানপুর থেকে উদ্ধার নাবালিকা, অপহরণকারী গ্রেপ্তার, থানাতে বিক্ষোভ

বেঙ্গল মিরর,  সার্থক কুমার দে, অন্ডাল : কানপুর থেকে উদ্ধার হল অপহৃত নাবালিকা । গ্রেপ্তার অপহরণকারী । ধৃতকে কোটে নিয়ে যাওয়ার সময় থানায় বিক্ষোভ বিজেপির । বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়ালো থানা চত্বরে । চলতি মাসের ৯ তারিখ অন্ডাল মোর সংলগ্ন উত্তর রোড এলাকা থেকে নিখোঁজ হয় বছর ১৩ বছরের এক নাবালিকা । খোঁজাখুঁজির পরেও বালিকার সন্ধান না পাওয়া যাওয়ায় পরের দিন ১০ তারিখ অন্ডাল থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন তার অভিভাবক । নিখোঁজ নাবালিকার ঘরের পাশেই অন্য একটি আবাসনে ভাড়া থাকতো দুইজন অপরিচিত যুবক ।

নাবালিকার নিখোঁজের দিন থেকে ওই যুবকরাও উধাও হয়ে যায় । অভিভাবকের সন্দেহ হয় ওই যুবকরাই তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে । পুলিশকে তিনি সে কোথাও জানান । কিন্তু নিখোঁজ ডায়েরি করার সাত দিন পরেও নাবালিকার খোঁজ না পাওয়াই ১৬ তারিখ থানাতে বিক্ষোভ দেখায় বিজেপির লোকজন । উধাও হয়ে যাওয়া ২ যুবক যে বাড়িতে ভাড়া থাকতো তালা বন্ধ সেই বাড়িতে তল্লাশি চালানোর দাবি জানান তারা । দাবি মেনে পুলিশ ঐদিন তালা ভেঙে বাড়িতে তল্লাশি চালায় ।

বাড়ির ভিতর বেশ কিছু মদের বোতল পাওয়া যায় বলে পুলিশ জানাই । সুত্র মারফত খবর পেয়ে বালিকার সন্ধানে অন্ডাল থানার পুলিশ পাড়ি দেয় উত্তর প্রদেশের কানপুরে । বুধবার সেখান থেকে অপহৃত বালিকাকে উদ্ধার করা হয় । অপহরণ ও নাবালিকাকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় আফসর শেখ নামে এক যুবককে । বৃহস্পতিবার অভিযুক্ত আফসরকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে বিচারকের এজলাসে ।

এদিন অভিযুক্তকে আদালতের নিয়ে যাওয়ার সময় থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । তাদের সরাতে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায় । ধস্তাধস্তিতে সুমন পান্ডে নামে এক মহিলা কর্মী আহত হন বলে দাবি বিজেপির । স্থানীয় বিজেপি নেতা রবীন্দ্রনাথ রাই বলেন এক অভিযুক্ত ধরা পড়েছে অন্য অভিযুক্ত এখনো ফেরার । দ্রুত তাকেও গ্রেফতার করতে হবে । অভিযুক্তদের বিরুদ্ধে পসকো ধারাতে কেস করার দাবি জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *