ASANSOL

বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডল সাসপেন্ড

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার ওসি বা অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বালি ও কয়লা নিয়ে কড়া বার্তা দেওয়ার কয়েক ঘন্টার বৃহস্পতিবার রাতে তাকে সাসপেন্ড করলেন আসানসোল দূর্গাপুর পুলিশের কমিশনার সুনীল কুমার চৌধুরী। সম্প্রতি মনোরঞ্জন মন্ডলকে বারাবনি থেকে অন্ডাল থানার ওসি করা হয়েছিলো। কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগেই তাকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে বলে নির্দেশ জারি করেছেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এই ঘটনার পর আসানসোল দূর্গাপুরের পুলিশ মহলে তোলপাড় শুরু হয়েছে। বেশ কিছু দিন আগে এই বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো। পরে বারাবনিতে কালীপুজোর উদ্বোধন করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বিষয়টি তুলে ধরেন।

IMAGE SOURCE SOCIAL MEDIA

সোশ্যাল মিডিয়া সূত্র অনুযায়ী পুলিশ কমিশনার কর্তৃক জারি করা নির্দেশে বলা হয়েছে পিআরবি ভলিউম – ১, ১৮৪৩-এর বিধি নং ৮৮০/৮৮১ এবং ডব্লুবিএস আর পার্ট -১ , বিধি নং ৭১ অনুযায়ী
এসআই (ইউবি) মনোরঞ্জন মন্ডল, ওসি বারাবনী পিএস, আসানসোল দুর্গাপুরপুলিশ কমিশনারেট ২১.১১.২০২৪ তারিখে সাসপেন্ড করা হল। কারণ তার চাকরি অব্যাহত রাখা জনসেবার স্বার্থের জন্য ক্ষতিকর এবং তার চাকরীতে অপেশাদার আচরনের এবং দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় তদন্ত জারি রয়েছে। সাময়িক সাসপেন্ড সময় তিনি তার মূল বেতনের অর্ধেক এবং সাময়িক বরখাস্তের অধীনে থাকা সরকারি কর্মচারীর জন্য গ্রহণযোগ্য নির্বাহ ভাতার পরিমাণে নির্বাহ ভাতা এবং মহার্ঘ ভাতা আকারে সাধারণ ভাতা পাবেন। তিনি পোশাক রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর, এডিপিসির কাছে তার সরকারী কিট জমা দেবেন। তিনি আসানসোল পুলিশ লাইনে থাকবেন। কমিশনারেট গঠনের পর এই প্রথম কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বড় ব্যবস্থা নেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *