দূর্গাপুরে নিয়ন্ত্রণ হারালো পণ্যবাহী ট্রেলার, রেলিংয়ে ঝুললো কেবিন
বেঙ্গল মিরর, দূর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারের উঠে ঝুললো পণ্যবাহী ট্রেলারের ইঞ্জিন সহ কেবিন। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ১৯নং জাতীয় সড়কের উপর দূর্গাপুরের ডিভিসি মোড়ের উড়ালপুলে। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন চালক ও খালাসি। তবে চালক এই ঘটনায় আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে ঝুলন্ত কেবিন থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ছুটে আসে ঘটনাস্থলে পুলিশ ও জাতীয় সড়ক কতৃপক্ষ। রবিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তারের বান্ডিল বোঝাই ট্রেলার ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের উপর উঠে যায়। ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাসি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।
জাতীয় সড়ক রোড পেট্রোলিং অফিসার কল্যান রায় বলেন, রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা খবর পাই ডিভিডি মোড়ের কাছে একটি ট্রেলার দূর্ঘটনায় পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ক্রেন ও এ্যাম্বুলেন্স নিয়ে আসি। এসে দেখি একটি ট্রেলারের কেবিন উড়ালপুলের রেলিংয়ের উপর দিয়ে বিপজ্জনক ভাবে ঝুলছে। পেছনের অংশ উপরে রয়েছে। কেবিন থেকে আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, পণ্যবাহী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি। ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিচ দিয়ে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। ট্রেলারটি ভর্তি না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই উড়ালপুলটির পরিকাঠামোর ঠিক নেই। সেই জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি।
পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।