আসানসোলের সৃষ্টিনগরে পুলিশের হানা, ধৃত ১
রেলে চাকরি দেওয়ার নামে জালিয়াতি চক্রের হদিশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ রেলে চাকরি দেওয়ার নামে বড়সড় জালিয়াতি চক্রের হদিশ পাওয়া গেলো শহর আসানসোলে। রেলে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের বাসিন্দা এক ব্যক্তি এই ব্যাপারে নির্দিষ্ট করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় শনিবার রাতে একজনকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতর নাম হরিন্দ্রর সিং। রবিবার ধৃতকে ১৪ দিনের রিমান্ড চেয়ে আসানসোল আদালতে পাঠায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতর জামিন নাকচ করে ১২ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
জানা গেছে, ধৃতকে জেরা করে পুলিশের হাতে এই চাকরি সংক্রান্ত বেশ কিছু সূত্র আসে। তার ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রবিবার সন্ধ্যায় আসানসোলের সেনরেল রোডে আসানসোল সৃষ্টিনগরের ” সংহতি ” আবাসন এলাকায় হানা দেয়। সেখানে একটি আবাসন থেকে প্রচুর পরিমাণে এই চাকরি দেওয়া সংক্রান্ত নথি পায়।
এই প্রসঙ্গে ঐ আবাসনের এক বাসিন্দা জনৈক শুভেন্দু পাল সংবাদ মাধ্যমকে বলেন, ঐ ব্যক্তি সংহতিতে দুটি ফ্ল্যাট নিয়ে থাকতেন। একটি উপরে ও একটি তার নিচে। ঐ ব্যক্তির সঙ্গে তার স্ত্রী ও ছেলেও থাকতেন। এদিন আচমকাই অনেক পুলিশের গাড়ি এখানে আসে। খবর নিয়ে জানতে পারলাম যে, চাকরি সংক্রান্ত কোন চক্র নাকি এখানে চলতো।
এদিকে, এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের এক আধিকারিক বলেন, মহারাষ্ট্রের এক ব্যক্তি এই ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছিলেন
সেই অভিযোগের ভিত্তিতে শনিবার হরিন্দ্রর সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১২ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, ঐ ব্যক্তি তার অভিযোগে বলেছেন, রেলে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাকে নিয়োগ পত্র দেওয়া হয়। মেডিকেল পরীক্ষাও করানোর পরে এক জায়গায় চাকরিতে জয়েন করানোও হয়েছিলো। কিন্তু পরে ঐ ব্যক্তি জানতে পারেন, পুরো বিষয়টি ভুয়ো বা জাল। এরপরই তিনি অভিযোগ দায়ের করেন।