PANDESWAR-ANDAL

চতুর্থ শ্রেণীর পড়ুয়া যমজ বোন নিখোঁজ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : যমজ বোন একসাথে নিখোঁজের ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য ।রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা । পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের ঘটনা । তদন্ত শুরু করেছে পুলিশ ।কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় স্নেহা ও স্নিগ্ধা নামে দুই যমজ বোনের একসাথে নিখোঁজের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন সকালে তারা বাড়ি থেকে বের হয় । দীর্ঘক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি । খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানা পুলিশকেও ।

স্থানীয় সূত্রে জানা যায় দুই জমজ বোনের বাড়ি কাজোরা গ্রামে । তারা কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় থাকত মামার বাড়িতে । মামা কালিদাস বাউরী বলেন যমজ দুই ভাগ্নি পড়াশুনা করে চতুর্থ শ্রেণীতে । এদিন খুব সকালে দুই ভাগ্নি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি । গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামেও খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ মেলেনি । পরে পুলিশকে খবর দিলে পুলিশ যমজ দুই বোনের খোঁজে শুরু করে তল্লাশি । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । উদ্বিগ্ন পরিবারটির পাশে দাঁড়িয়েছে এলাকার মানুষজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *