আসানসোলে জাতীয় সড়কে স্কুটিতে গাড়ির ধাক্কা, মৃত্যু কলেজ পড়ুয়ার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ স্কুটিতে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে আসা অজানা গাড়ির ধাক্কা। এই ঘটনায় মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার। অল্পের জন্যে প্রাণে বেঁচে যায় আরো এক কলেজ পড়ুয়া। তার সামান্য চোট লাগে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কে কাল্লা মোড়ে। সালানপুর থানার ক্ষুদিকা ব্যানার্জ্জী পাড়ার বাসিন্দা মৃত কলেজ পড়ুয়ার নাম মৈনাক দাস (১৮)। সে আসানসোল বিবি কলেজের বিবিএর প্রথম সেমিস্টারের পড়ুয়া ছিলো। তার সঙ্গে থাকা আহত কুলটির বাসিন্দা স্বাতী ধরও আসানসোল বিবি কলেজের বিবিএর প্রথম সেমিস্টারের পড়ুয়া ছিলো। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কলেজ পড়ুয়ার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্কুটিতে করে মৈনাক দাস ও স্বাতী ধর বাড়ি থেকে আসানসোলে বিবি কলেজে আসছিলো। আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ে ১৯ নং জাতীয় সড়কে পেছনের দিক থেকে একটি অজানা গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা মারে। তাতে মৈনাক ও স্বাতী রাস্তার দুদিকে ছিটকে পড়ে। তখন ঐ গাড়ি মৈনাককে পিষে দিয়ে চলে যায়। অল্পের জন্যে রক্ষা পায় স্বাতী।
খবর পেয়ে আসানসোল দূর্গাপুর পুলিশের এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ মন্ডল, আসানসোল উত্তর থানার ওসি অমিত হালদার ও ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে। আহত অবস্থায় মৈনাককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য ও কলেজের সহপাঠীরা। এই ঘটনায় মৈনাকের পরিবারের সদস্য ও কলেজ পড়ুয়ার মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে যায়। তাই সেটিকে ধরা যায়নি।