দূর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার আইএনটিটিইউসি নেতাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় ইনটাক
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ সংগঠনের এক নেতাকে মারধর করার ঘটনার প্রতিবাদে শুক্রবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত এএসপি দূর্গাপুর কন্ট্রাক্টার লেবার ইউনিয়নের ডাকে একটি বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক নেতা দীপঙ্কর লাহা সহ স্থানীয় শ্রমিক নেতৃত্বরা।
দুদিন আগে আইএনটিইউসি বা ইনটাকের নেতা ও কর্মীরা মারধর করেন আইএনটিটিইউসি নেতা তথা এএসপি দূর্গাপুর বা মিশ্র ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের সম্পাদক জগদীশ কোনারকে অপমান ও মারধর করে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সভা করা হয় বলে জানান শ্রমিক নেতা কল্লোল বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, এই প্রতিবাদ সভা করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং গ্রেফতারের দাবী জানাচ্ছি।
তবে, এই অভিযোগ নিয়ে ইনটাকের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।