BARABANI-SALANPUR-CHITTARANJAN

এটিএম এর নিরাপত্তারক্ষীরা রক্তদান শিবির করলেন

বেঙ্গল মিরর, আসানসোল: সালানপুর ব্লকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত এটিএমের নিরাপত্তা কর্মীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় রবিবার রূপনারায়নপুর হিন্দুস্থান কেবলস শ্রমিক মঞ্চে। গত পাঁচ বছর ধরে এই রক্তদান শিবির হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এই বছরও তারা এই উদ্যোগ নিয়েছে।এদিন এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিজয় সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে।


গত ৫ বছর ধরে এই সংগঠন রক্তদান ছাড়াও নানান সামাজিক কাজের মানুষের পাশে কিভাবে থাকছে এবং এই রক্তদানের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বক্তব্য রাখেন বিশ্বদেব ভট্টাচার্য। যারা রক্তদান করেন তাদের শংসাপত্র ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান বিধায়ক বিধান উপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *