Bengal Mirror

Think Positive

Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

এপিজে আব্দুল কলামের নমাঙ্কিত আধুনিক লাইব্রেরীর উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- সালানপুর ব্লকের জেমারীতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ.পি.জে আব্দুল কালামের নামাঙ্কিত একটি আধুনিক সুন্দর দুতালা লাইব্রেরীর উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এই লাইব্রেরীটি শেখ ওয়াসিম (ভুট্টো)এবং তার সহকর্মীদের একান্ত প্রচেষ্টায় জ্ঞানমঞ্জরি চ্যারিটেবল এডুকেশনাল সোসাইটি এই লাইব্রেরী গড়ে তুলেছে।যেখানে বিনামূল্যে মোবাইল ইন্টারনেট সেবা,অনলাইন ক্লাস,অফ লাইন ক্লাস,বাচ্চাদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ উন্নত মানের লাইব্রেরী,ডিজিটাল লাইব্রেরী থাকবে।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ধন্যবাদ জানান উদ্যোক্তাদের।

তিনি বলেন এত সুন্দর একটা উদ্যোগ গ্রামাঞ্চল ভেবে খুশি লাগছে।কারণ যেসব ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছিলো না।তারা এবার বিনামূল্যে এই লাইব্রেরীতে প্রশিক্ষণ পাবে।তাছাড়া এই লাইব্রেরীর উদ্যোক্তা শেখ ওয়াসিম বলেন মেম্বারশিপ নিয়ে এই অঞ্চলের মানুষরা অফলাইন অনলাইন সহ উন্নত মানের বই পড়তে পারবেন। তাছাড়া বাচ্চারা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণও পাবেন।তিনি আরো বলেন গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীরা উন্নতমানের শিক্ষা পেয়ে,নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এটাই তাদের কামনা। তাছাড়া এই দিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, দেশবন্ধু মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ত্রিদীপ সন্তপা কুন্ডু বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মী কবি বিশ্বদেব ভট্টাচার্য বিশিষ্ট প্রবন্ধকার লেখক অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিজয়সিং সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *