Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
DURGAPUR

মুর্শিদাবাদের দুই বাসিন্দা ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার

বেঙ্গল মিরর, সার্থক দে, দুর্গাপুর : ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই পাচারকারী । ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা । রবিবার রাতে পাণ্ডবেশ্বর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয় । সোমবার তাদের পেশ করা হয় আসানসোল আদালতে ।

রবিবার রাতে পাণ্ডবেশ্বর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ।‌ পরে তল্লাশি সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা । এরপর গাঁজা পাচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের নাম ওয়াশিজুল হক ও ইনজামাউল হক । দুজনেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ।‌ গাঁজা পাচারের কেসে পুলিশ সোমবার ধৃত দুজনকে পেশ করে আসানসোল আদালতে । পাচার চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।‌ অন্য একটা সূত্রে জানা যায় ধৃত দুই পাচারকারী রবিবার সন্ধ্যাবেলায় দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করছিল ।

স্থানীয় কোকওভেন থানার পুলিশের নজরে পড়লে গাঁজা ভর্তি ব্যাগ ফেলে তারা বাসে চড়ে এলাকা থেকে চম্পট দেয় । কোকওভেন থানার পুলিশ পাচারকারীদের ধরতে এই বার্তা আশেপাশের থানার পুলিশকে জানাই । এরপরই পাণ্ডবেশ্বর থানার পুলিশ নাগালে পেয়ে তাদের গ্রেফতার করে । তবে এবারই প্রথম নয় পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর ফরিদপুর সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় এর আগেও উদ্ধার হয়েছে গাঁজা ও ব্রাউন সুগার । পাচারের অভিযোগে গ্রেপ্তারও হয়েছে একাধিক জন । পুলিশ সক্রিয় থাকার কারণে বারবার মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক । ওয়াকিবহাল মহলের মতে পাচারকারীরা এই এলাকাটিকে করিডোর হিসাবে ব্যবহার করছে । তাই বারবার এমন ঘটনা সামনে আসছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *