রানীগঞ্জে কড়া হাতে নিয়ম ভঙ্গকারীদের শাস্তি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : যানজট মোকাবিলায় মঙ্গলবার দ্বিতীয় দিনে, নিয়ম না মেনে চলা বিক্রেতাদের কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেল রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে। সোমবার যে সকল দোকানদারদের রাস্তা দখল করে ব্যবসা করতে মানা করা হয়েছিল সেই সকল দোকানদাররা আবারও রাস্তা ঘিরে ধরে ব্যবসা করায় অনেকেরই দোকান ভেঙ্গে ফেলা হলো বিশেষ এই অভিযানে, বেশ কিছু জন ব্যবসায়ীদের দোকানের ওজন করা সামগ্রী বাজার তাও করা হলো, একইভাবে বেশ কয়েক বছর ধরে নির্দেশ দেওয়ার পর তারা নিয়ম না মানায় অন্যায় ভাবে রাস্তা জুড়ে ব্যবসা করায় আটক করা হলো কয়েকজন ব্যবসায়ীকে। মঙ্গলবার দিন এই সকল বিষয় নিয়ে দিনভর কড়া হাতে নিয়ম ভঙ্গ কারীদের শায়েস্তা করল পুলিশ প্রশাসন।
এদিন রানীগঞ্জের বড়বাজার, সি আর রোড, মহাত্মা গান্ধী রোড, এতোয়ারি মোড়, মারওয়ারি পট্টি সহ সকল এলাকায় ও হাটতলা এলাকায়, ট্রাফিক পুলিশের সাথে রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের বিশেষ টিম চালালো এই অভিযান। এদিন ট্রাফিক ওসি চিত্রতোষ মন্ডল ও পিসি পার্টির পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশের বিশাল টিম রানীগঞ্জ থানার দিকে দিকে অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় নিয়ম না মানা ব্যবসায়ীদের কিছু সামগ্রী। এ বিষয়ে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত জানিয়েছেন দীর্ঘ প্রাচীন অপরিকল্পিত এই শহরে যানজট সমস্যা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে সকলেই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান পুলিশ প্রশাসনকে, সে বিষয়ের কথা মাথায় রেখেই সকলের সুবিধার্থে রাণীগঞ্জ শহরের ফুটপাত গুলিকে চলাচলযোগ্য করে তুলতে ও পিচ রাস্তা গুলি অবরোধ মুক্ত করতে চালানো হচ্ছে এই লাগাতার অভিযান তিনি দিন দাবি করেন এই অভিযান শুধুমাত্র বাজার এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না রানীগঞ্জের এনএসবি রোডের পাঞ্জাবি মোড় থেকে একেবারে রাজবাড়ী মোর হয়ে সমস্ত বাজার এলাকার চার পাশে অন্যায় ভাবে দখল করে থাকা দখলদারদের হটিয়ে দিতে পুলিশ প্রশাসন চালাবে লাগাতার অভিযান। আর আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।
একইভাবে টোটো চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। টোটো চলাচলের ক্ষেত্রে কি রকম কি ব্যবস্থা গ্রহণ করলে যানজট অনেকটাই কম করা যায় সে বিষয়ে বুধবার বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন ইন্সপেক্টর বিকাশ দত্ত। আর এ সকলের সাথেই রানীগঞ্জে যে দুপুর বেলায় বাজার এলাকায় বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত যে লোডিং আনলোডিং এর প্রক্রিয়া রয়েছে তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সকল বিষয় নিয়ে ব্যবসায়িক মহলের সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন তিনি। তিনি এদিন দাবি করেন যেকোনো রূপভাবেই রানীগঞ্জের সমস্ত এলাকায় সাধারণ মানুষজন এদের যাতে যানজটে নাজেহাল না হতে হয় তার জন্য সকল রকম প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন আর তা কার্যকর করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।