PANDESWAR-ANDAL

ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, অন্ডাল :- বুধবার সাত সকালে অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ ৬ নম্বর পিট এলাকার বাসিন্দা মেঘনাদ হরিজন নামে বছর ৫৮ র এক ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটির সামনে এসেছে বুধবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয় বাসিন্দাদের নজরে। খবর দেওয়া হয় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশকে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত ইসিএল কর্মীর ছেলে ভীমসেন হরিজন জানান আজ ভোরবেলা, তার মা তাকে ফোনে জানাই তার বাবা মেঘনাথ গতকাল থেকে নিজের কাজে যাওয়ার পর সকাল পর্যন্ত বাড়ি ফেরেনি। মেনশন বাবু জানান খোঁজখবর নিতে জানতে পারেন তার বাবার মৃতদেহ উদ্ধার হয়েছে সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে আসেন তবে এই মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা তদন্ত সাপেক্ষ বলেই মনে করেন তিনি।

স্থানীয় বাসিন্দা রবীন্দ্র কুমার যাদব জানান, বুধবার ভোর পাঁচটা নাগাদ এ ঘটনা সামনে আসে। মৃত পিসিএল কর্মী মেঘনাদ হরিজন পিওর জামবাদ কোলিয়ারির ছ নম্বর পিট এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ইসিএল এ কর্মরত ছিলেন। তিনি বলেন,তবে এটা নিছকই আত্মহত্যা না অন্য কোন রহস্য রয়েছে এর পিছনে? এই মৃত্যুর পিছনে ঠিক কি কারণ রয়েছে সবটাই তদন্তের বিষয়। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *