KULTI-BARAKAR

ওভারলোড ডাম্পার বাহন আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত চিনাকুড়ির রেল সাইডিং থেকে প্রত্যেকদিন ডাম্পার গাড়িতে ওভার লোডিং করে রেক নিয়ে যাওয়া হয় এবং এর ফলে চিনাকুড়ি এলাকায় প্রায়দিন দুর্ঘটনা ঘটতে থাকে, এবং যেখানে ৩০ টন রেক বোঝাই করার কথা সেখানে ৮০ টন করে রেক বোঝাই করা হচ্ছে তাছাড়া পুরো রাস্তা ধুলোয় ভর্তি হয়ে যায় এমনই অভিযোগ নিয়ে শুক্রবার দুপুর তিনটায় চিনাকুরি এলাকার বাসিন্দারা ওভার লোড ডাম্পার গুলিকে আটকে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্তলে আছে নিয়ামতপুর ট্রাফিক পুলিশের আধিকারিক ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ।


তাদের অভিযোগ এইসব রেক ভর্তি গাড়ি গুলি আন্ডার লোড করে রাতে চলাচল করুক ,দিনের আলোয় রাস্তা দিয়ে বহু মানুষ চলাচল করে ফলে রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ,একই সাথে রাস্তায় ধুলো ওরে সেগুলি যাতে নাহয় তার জন্যে রাস্তায় জল দেওয়া হোক ।
তবে ঘন্টা খানেক অবরোধ চলার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেই গ্রামবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *