ASANSOL

আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ( Asansol News Updates ) আসানসোল পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সেনরেল রোডের কল্যাণপুর হাউজিংয়ের অনন্যা কমপ্লেক্সের সামনে ময়লা- আবর্জনা পরিষ্কার না হওয়াকে কেন্দ্র করে রবিবার সকালে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকালে কমপ্লেক্স সম্পাদক তথা কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির
নেতৃত্বে সেনরেল রোডের একটি লেনে পরিষ্কার না,হওয়া আবর্জনা ফেলে বিক্ষোভ দেখানো শুরু করেন আবাসনের বাসিন্দারা। এরফলে সেই লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেই বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসে আসানসোল দক্ষিণ থানা পিপির পুলিশ। বিক্ষোভ চলাকালীন খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছান এলাকার তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান অনিমেষ দাস। অনিমেষ দাস জানতে চান, তারা কেন রাস্তায় ময়লা – আবর্জনা ফেলেছেন? এই নিয়ে অনিমেষ দাসের সঙ্গে প্রসেনজিৎ পুইতুন্ডির তর্কবিতর্ক শুরু হয়। তারা একে অপরের দিকে আঙুল উঁচিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর পরে ঘটনাস্থলের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ হয়ে তৃণমূল কাউন্সিলর। কংগ্রেস নেতাও ক্ষিপ্ত হয়ে উঠেন।

তৃনমুল কংগ্রেসের কর্মী তথা কাউন্সিলারের অনুগামী সমর্থকদের মধ্যে বিক্ষোভকারী আবাসিকদের ধাক্কাধাক্কা শুরু হয়। শুধু তাই নয়, অভিযোগ, তৃনমুল কংগ্রেসের সমর্থকরা কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডিকে ডাস্টবিনে ধাক্কা দিয়ে ফেলে দেন। সেখানেই তুমুল ধস্তাধস্তি হয়। সেই সময় কংগ্রেস নেতা নিজেকে বাঁচানোর জন্যে আবর্জনা থেকে একটি লাঠি বার করেন। তখন সেখানে থাকা আসানসোল দক্ষিণ থানা পিপির পুলিশ কোনমতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কংগ্রেস নেতা ও বিক্ষোভকারী আবাসনের বাসিন্দারা এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ধাক্কাধাক্কি ও দুর্ব্যবহার নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন।


কমপ্লেক্স সোসাইটির সম্পাদক ও বাসিন্দা বিক্ষোভকারীদের অভিযোগ, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বছরে মাত্র একবার তাদের কমপ্লেক্সের ঝোপঝাড়, গাছের ডাল ও আবর্জনা পরিষ্কার করে থাকেন। তারা দাবি করেন, দুর্গাপুজোর সময় থেকে পরিষ্কার করার কথা বলা হলেও তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ, আসানসোল উৎসব বা এলাকায় কোন মেলা হলে পুরনিগমের সাফাই কর্মীদের দিয়ে তা পরিষ্কার করানো হয়।
বাসিন্দাদের আরো অভিযোগ, পুরনিগমকে নিয়মিত কর প্রদান করা সত্ত্বেও তারা ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না। তাই এদিন তারা প্রতিবাদে রাস্তা অবরোধ করে গাছপালা ও আবর্জনা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছি ।


পরিস্থিতি শান্ত হওয়ার পর কাউন্সিলর অনিমেষ দাস নিজে দাঁড়িয়ে থেকে আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করেন।
পাশাপাশি তিনি বলেন, মেয়র নিজে এই কমপ্লেক্সের জন্য অনেক কাজ করেছেন। বাসিন্দারা তো মেয়রকে তাদের সমস্যা ও অসুবিধার কথা বলতে পারতেন। তারা তা না করে, রাস্তায় আবর্জনা ফেলে, আগুন লাগিয়েছেন। এটা ঠিক করেননি।
অন্যদিকে আসানসোল পুরনিগমের বিধান উপাধ্যায় বলেন, জানি না ঠিক কি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *