BARABANI-SALANPUR-CHITTARANJAN

মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের  উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়


বেঙ্গল মিরর, কাজল মিত্র:- নববর্ষের আগমনের মাত্র আর কয়েক দিন বাকি রয়েছে।নতুন বছর মানে মানুষের কাছে খুশি এবং আনন্দে ভরা।তাই আনন্দে উপভোগ করতে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে পড়ে পিকনিকের মরশুম।আর পশ্চিম বর্ধমানের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলধার।তাই প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূরদূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে মাইথনে।তাই প্রতি বছরের মত মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।

তাছাড়া এদিন তিনি উদ্বোধনের পাশাপাশি মাইথন ড্যাম ঘুরে পরিদর্শন করেন। তিনি পৌরনিগমের তরফে তৈরি কল্যানেশ্বরী মোড়ে একটি এসি বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন।এবং প্রতবপুর গ্রামে ১৫th এফসি ফান্ড থেকে প্রায় ১৫লক্ষ টাকা ব্যয় করে রাস্তার কাজের শিল্যানাস করেন।পাশাপাশি মেজলাডি ও রামচন্দ্র পুর গ্রামে একটি করে সাবমার্সেল পাম্পের উদ্বোধন করেন।

তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখার্জী,সালানপুর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *