ASANSOL

আসানসোলের সিঞ্চনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* দেশের সর্বোচ্চ স্তরের সরকারি পরীক্ষা ইউপিএসসির ( ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস ( আইএসএস) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। আসানসোলের এই কৃতিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আসানসোলের ইসমাইলে মাদার টেরিজা সরণীতে সিঞ্চনের বাড়িতে যান আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত। তার সঙ্গে ছিলেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার অফিসার অজিত কুন্ডু ও টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য। এসিপি (হিরাপুর)) নবান্ন থেকে পাঠানো মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট সিঞ্চনের হাতে তুলে দেন। এসিপি (হিরাপুর) সিঞ্চনকে মিষ্টি খাওয়ান।  সেই সময় সিঞ্চনের সঙ্গে ছিলেন তার বাবা প্রদীপ অধিকারী ও মা সুজাতা অধিকারী।


এই প্রসঙ্গে এসিপি (হিরাপুর) বলেন, সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর এই কৃতিত্ব অবশ্যই খুব গর্বের। তার বাড়ি হিরাপুর থানা এলাকা। তার এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা ও বেশ কিছু জিনিস পাঠিয়েছেন। আমরা সেই সবকিছু মুখ্যমন্ত্রীর হয়ে তার বাড়িতে এসে দিয়ে গেলাম। এসিপি ( হিরাপুর) আরো বলেন, আমরাও তাকে শুভেচ্ছা জানালাম। আমরা চাই তিনি সুস্থ থাকুন ও আগামী দিনে তিনি তার কর্মক্ষেত্রে আরো ভালো কাজ করে দেশকে গর্বিত করেন।


সিঞ্চনকে পাঠানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা বাংলা হরফে লেখা। তাতে তার এই সাফল্যের জন্য গোটা বাংলা গর্বিত বলা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা হাতে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তিনি বলেন, খুব ভালো লাগছে। আমি আমার কর্মক্ষেত্রে ভালো কাজ করে চেষ্টা করবো আরো সাফল্য নিতে আসতে।
প্রসঙ্গতঃ, আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী সিঞ্চন স্নিগ্ধ অধিকারী দ্বিতীয় বারের চেষ্টায় ২০২৪ সালের ইউপিএসসির আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন। দিন দুই আগে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *