BARABANI-SALANPUR-CHITTARANJAN

মতুয়া সমাজের ১৯ তম বার্ষিক অনুষ্ঠান সালনপুরে


বেঙ্গল মিরর, কাজল মিত্র:- সালানপুর ব্লকের জিৎপুর পঞ্চায়েত এর নেতাজি কলোনি এলাকায়
2 দিন ব্যাপী অনুষ্ঠিত হল ১৯ তম  হরি-গুরুচাঁদ মতুয়া সমাজের  বার্ষিক অনুষ্ঠান । যেখানে
হরিনাম কীর্তন,মতুয়া মহোৎসব ও মতুয়া সম্মেলন এর করা হবে ।
এদিন শুভ অধিবাস,মঙ্গলঘট স্থাপন,পূজা অর্চনা, ও শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তাছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী ভোলা সিং ও জিতপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।
এদিন তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা পাঠ করেন।


সেদিন পূজা কমিটির উদ্যোক্তা জানান দুদিন ব্যাপী এই মতুয়া সমাজের অনুষ্ঠান চলবে। যারা আজ সূচনা হল সকালে পূজা অর্চনা ও কলস ঘট প্রতিস্থাপনের পর বিকেলে
সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা, হরিনাম সংর্কীতন, কবি গান, নিদুবনে শ্রীশ্রী গুরুচাঁদ যাত্রাপালা, ভক্তিমূলক গান এবং সব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এর ব্যবস্থা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *