আসানসোল সিবিআই আদালতে ১৫ বছর ধরে চলা মামলায় সাজা ঘোষণা ইসিএলের ডাক্তারের l
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মেডিকেল সার্টিফিকেট দিতে ৪০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধ। সেই অপরাধে আসানসোলের কাল্লার ইসিএলের সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার সুনীল সিং আসানসোল সিবিআই বিশেষ আদালতে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলেন । মঙ্গলবার সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী দোষী চিকিৎসকের শাস্তি ঘোষণা করেন। প্রায় ১৫ বছর ধরে চলা এই মামলায় দোষী সাব্যস্ত ডাক্তারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সিবিআই আদালত সূত্র জানা গেছে , ২০০৯ সালে ডাক্তার সুনীল সিংয়ের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নামে ৪০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
আদালত সূত্রে আরো জানা গেছে , ২০০৯ সালে জনৈক দুধনাথ যাদব মেডিকেল সার্টিফিকেট নিতে আসানসোলের কাল্লাতে ইসিএলের সেন্ট্রাল হাসপাতালে গেছিলেন। মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য দুধনাথের কাছে ৫০০ টাকা ঘুষ চেয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক ডাঃ সুনীল সিং। ৫০০ টাকার বদলে ৪০০ টাকা দেওয়ার রফা হয়। গোটা বিষয়টি দুধনাথ সিবিআইকে জানান। পরে সিবিআইয়ের আধিকারিকরা একটি ফাঁদ পেতে দুধনাথ যাদবের কাছ থেকে ৪০০ টাকা ঘুষ নেওয়ার সময় ডাক্তারকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। ২০০৯ সাল থেকে এই মামলা সিবিআই আদালতে চলছিল। মঙ্গলবার সেই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআইয়ের পক্ষে আইনজীবী বা পিপি হিসেবে ছিলেন রাকেশ কুমার।
রাজনৈতিক চোর গুলো তো অনেক ঘুষ খায়। ওদেরকে কেউ হাতে নাতে ধরতে পারছে না । দেশ টা একটু পরিষ্কার হবে ।