পুনর্বাসনের দাবিতে কাজোরা এরিয়া অফিসে বিক্ষোভ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : খনি সংস্থা ই সি এল এর পরিতক্ত আবাসন খালি করার নির্দেশ পেয়ে বিপাকে পড়েছে ৮০ টি পরিবার । পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে পরিবারগুলি । দাবির সমর্থনে বৃহস্পতিবার কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার হাতে স্মারকলিপি দেন তারা ।
ইসিএলের কাজোরা এরিয়ার বন্ধ থাকা মধুজোর কোলিয়ারি বেসরকারি সংস্থার মাধ্যমে চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থা । সেজন্য পরিত্যক্ত আবাসন গুলি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা । পরিত্যক্ত আবাসন গুলিতে ৩০/ ৩৫ ধরে বসবাস করে প্রায় ৮০ টি পরিবার । দ্রুত আবাসন গুলি খালি করার নোটিশ পেয়ে বিপাকে পড়েছে পরিবারগুলি । তাই তারা পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে ।




কয়েকদিন আগে দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে তারা পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন । বৃহস্পতিবার একই দাবিতে আবাসকরা বিক্ষোভ দেখান খনি সংস্থা ইসিএলের কাজোরা এরিয়া অফিসে । বিক্ষোভ শেষে পুনর্বাসনের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন জেনারেল ম্যানেজারের হাতে । আবাসিক সঞ্জয় মন্ডল, বুলু রায়, শম্পা রুইদাস রা বলেন নিজের ঘরবাড়ি না থাকায় ৩০/৩৫ বছর ধরে পরিবার নিয়ে পরিত্যক্ত আবাসন গুলিতে বসবাস করছি । কেউ কোনদিন আবাসন ছেড়ে দিতে বলেনি । এখন আবাসন ছেড়ে দিলে যাব কোথায় ? তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে ।
তারা বলেন আবাসন ছাড়তে আমাদের আপত্তি নেই কিন্তু সবার জন্য আগে পুনর্বাসন এর ব্যবস্থা করতে হবে । পুনর্বাসনের ব্যবস্থা করলে আবাসন ছেড়ে দিতে রাজি আছি বলে জানান তারা । এরিয়া জেনারেল ম্যানেজারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে অন্য এক আধিকারিক বলেন দাবি সনদ উচ্চতর আধিকারিক এর কাছে পাঠানো হবে । বিষয়টি নিয়ে তাদের কিছু করার নেই । এই ব্যাপারে যার সিদ্ধান্ত নেওয়ার উচ্চতার আধিকারিকরা নিবেন বলে জানান তিনি ।