অন্ডালে দামোদর নদী থেকে সদ্যজাতর দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, অন্ডাল ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দামোদর নদী থেকে উদ্ধার হলো এক সদ্যজাতর দেহ। বৃহস্পতিবার সকালে অন্ডাল থানার বাকসাঘাট থেকে এই সদ্যজাতর দেহ উদ্ধার হয় বলে অন্ডাল থানার পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত সদ্যজাতর ( শিশু পুত্র) বয়স আনুমানিক ১ বা ২ দিন হবে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ঐ সদ্যজাতর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
জানা গেছে, এদিন সকালে অন্ডাল থানার গোসাঁইডাঙ্গার বাসিন্দা বাবন বাউরি নামে এক ব্যক্তি বাকসাঘাটে দামোদর নদীর জলে এক সদ্যজাতর দেহ ভাসতে দেখেন।



তিনি সঙ্গে সঙ্গে অন্ডাল থানায় খবর দিলে পুলিশ আসে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, সদ্যজাতর বয়স ১ বা ২ দিন হবে। অন্য কোন জায়গায় সদ্যজাতর জন্ম হওয়ার পরে মৃত্যু হয়েছে। তারপর কেউ বা কারা সেই দেহ দামোদর নদীতে ফেলে দিয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।