RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বৈচিত্রের মধ্যে একতা বর্ণাঢ্য শোভাযাত্রা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বৈচিত্রের মধ্যে একতা, এই বিষয়কেই সামনে রেখে বৃহস্পতিবার রানীগঞ্জের সিয়ারসোলে অবস্থিত রানীগঞ্জ গার্লস কলেজে চলা ৭ দিবসীয় জাতীয় সেবা প্রকল্প, এক কথায় এন এস এস এর ক্যাম্প থেকে এবার ভারতের বিভিন্ন প্রান্তের সাতরটি জেলার ২১০ জন ছাত্র-ছাত্রী তাদের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে রানীগঞ্জ শহরের বুকে করলেন বর্ণাঢ্য শোভাযাত্রা।

বৃহস্পতিবার সকালেই গার্লস কলেজ থেকে এই শোভাযাত্রা বের হয়ে রানীগঞ্জের রাজপথ, এনএস বি রোড ধরে, রানীগঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্য দান করে, পুষ্পার্ঘ নিবেদনের পর, রানীগঞ্জ শহরের বিস্তীর্ণ পথ বৈচিত্রের মধ্যে ঐক্য এই বিষয়টি তুলে ধরে, প্রতিটি রাজ্যের ছাত্রছাত্রীরা নিজেদের নিজেদের রাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য গুলি নিজেদের বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রকাশ করে, ভারতের বৈচিত্রময় পরিবেশের সাথে সকল ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে সামাজিক কাজে নিজেদের নিযুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। সকলেই একে অপরের রীতি রেওয়াজ চিন্তাভাবনা তুলে ধরল অন্য সকল পড়ুয়াদের কাছে। লক্ষ্য তাদের একটাই কিভাবে স্বচ্ছ, সুস্থ, দূষণমুক্ত পরিবেশ গড়ে কুসংস্কারহীন, শিক্ষিত সমাজ তৈরি করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *