আসানসোল মাইনস্ বোর্ড অফ হেল্থের বাজেট বৈঠক, নেওয়া হলো বেশ কিছু সিদ্ধান্ত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল মাইনস বোর্ড অফ হেল্থ অফিসের কনফারেন্স হলে শুক্রবার সংস্থার বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে এই বৈঠকটি হয়েছে। এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, চিকিৎসক ডাঃ সব্যসাচী গুপ্ত, আসানসোল মাইনস বোর্ড অফ হেল্থের সমস্ত আধিকারিক ও সদস্যরা।




পরে চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এদিন আসানসোল মাইনস্ বোর্ড অফ হেল্থের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। সংস্থার আয় ব্যয়ের পাশাপাশি কি ভাবে আরো ভালো করে সংস্থাকে চালানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। সংস্থার যেসব খালি জায়গা আছে তা পিপিপি মডেলের মাধ্যমে ব্যবহার করা যায় কি না তা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, আসানসোলের জামুড়িয়ার চা়ঁদায় সংস্থার যে জমি আছে, সেখানে একটি বড় হাসপাতাল তৈরী করা যায় কি না, তাও বৈঠকে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি সংস্থার যে কুষ্ঠ হাসপাতাল আছে সেটিকে আরো করে তৈরি করা হবে বলে এদিনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।