দুর্গাপুর শহরে অবৈধ হোডিং সরাতে উদ্যোগী আড্ডা, শুরু অভিযান
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর শহর জুড়ে রয়েছে বিজ্ঞাপনের হোডিং। তারমধ্যে অধিকাংশ জায়গায় রয়েছে অবৈধ হোডিং বলে অভিযোগ। যার মধ্যে বেশিরভাগটাই রয়েছে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার জমিতে। এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে দুর্গাপুর শহর জুড়ে গজিয়ে উঠা সেইসব অবৈধ হোডিং ভাঙতে বা সরাতে উদ্যোগী হলো আড্ডা কতৃপক্ষ।




শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে দুর্গাপুরের সিটি সেন্টার, ডিভিসি মোড় সহ বেশ কিছু জায়গায় অবৈধ হোডিং ভাঙা হলো।
আগামী দিনে এই সাফাই অভিযান গোটা দুর্গাপুর জুড়ে চলবে বলে জানান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত টাউন প্ল্যানার সৌরভ খাঁ।
তিনি বলেন, অনেক হোডিং এমন আছে, যেখান থেকে কর পাওয়া যায় না। বারবার বলা হলেও বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।